BRAKING NEWS

করিমগঞ্জ থেকে অপহৃত যুবতী উদ্ধার পানিসাগরে, পলাতক অপহরণকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানাধীন দুল্লভছড়া ব্লকের ভেটারবন্দ এলাকার ভবানীপুর গ্রামের অপহৃতা যুবতীকে উত্তর ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷


গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে বাজারিছড়া থানাধীন আন্তঃরাজ্য সীমান্তবর্তী চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীলকে নিয়ে রাতাবাড়ি থানার এক দল পুলিশ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে যায়৷ পানিসাগর থানার ওসি সৌগত চাকমার সহযোগিতায় সেখানকার রৌয়াবস্তিতে হানা দিয়ে ভেটারবন্দের অপহৃতা যুবতীকে উদ্ধারে সক্ষম হয় পুলিশের দল৷ তবে এখনও অভিযুক্ত অপহরণকারীকে ধরতে সক্ষম হয়নি পুলিশ৷


প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল রাতেই উদ্ধারকৃত যুবতীকে নিয়ে আসা হয়েছে৷ আজ মঙ্গলবার তাকে মেডিক্যাল চেকআপ করিয়ে তার বয়ান লিপিবদ্ধ করতে করিমগঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালতে নিয়ে গেছে পুলিশ৷ আদালতে বয়ান লিপিবদ্ধের পর যুবতীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে, জানিয়েছেন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ মিন্টু শীল৷


প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতাবাড়ি থানাধীন ভেটারবন্দ এলাকার ভবানীপুর গ্রামের বর্মন পদবীর যুবতীকে ‘অপহরণ’ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর এলাকার রৌয়াবস্তি ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জ্যেষ্ঠমণি ত্রিপুরার ২২ বছরের ছেলে সঞ্জিত ত্রিপুরা৷ পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ভরাতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৪, ৩৪২, ৩৬৬, ৩৪ নম্বর ধারায় মামলা রুজু করে অপহৃতা যুবতীকে উদ্ধারে অভিযান চালিয়ে সোমবার রাতে সাফল্য পেয়েছে পুলিশ৷


রাতাবাড়ি থানার পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছেন, যুবতীর অপহরণকারী সঞ্জিত ত্রিপুরাকে ধরতে ত্রিপুরা পুলিশ জাল বিছিয়েছে৷ এদিকে অপহরণের ঘটনা প্রেমঘটিত কি না তা যাচাই করা হচ্ছে৷ মেয়েটি অবশ্য এ ব্যাপারে এখনও মুখ খুলেনি বলে পুলিশ কর্তৃপক্ষ জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *