BRAKING NEWS

এডিসির বিশেষ অধিবেশন বসছে ১৫ ও ১৬ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) বিশেষ অধিবেশন শুরু আগামীকাল৷ দু-দিনের এই বিশেষ অধিবেশন মূলত দুটি বিল পাশ করানোর জন্যই ডাকা হয়েছে৷


টিটিএএডিসি-র চেয়ারম্যান ড় রঞ্জিত দেববর্মা জানান, ১৫ এবং ১৬ অক্টোবর ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে৷ গত ৩ অক্টোবর বিএসির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, এই অধিবেশনে মুড়াসিং, মগ এবং ত্রিপুরী সম্প্রদায়ের কাস্টোমারি ’’ল’’ বিল পেশ করা হবে৷ এছাড়া এডিসি-র চেয়ারম্যান, মুখ্য কার্যনির্বাহী সদস্য-সহ অন্যান্য নির্বাহী সদস্য এবং এমডিসিদের বেতন ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিশেষ এক বিল পেশ করা হবে৷ তাঁর দাবি, কাস্টোমারি ’’ল’’ ও বেতন ভাতা বিল পেশ করার জন্যই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *