নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর৷৷ নয়া দুটি নবোদয় এবং এয়ার এশিয়ার বিমান, দুগর্োৎসবে ডাবল উপহার দিয়েছে কেন্দ্র৷ আগরতলায় বিসর্জন কার্নিভাল ‘মায়ের বিদায়’ সূচনা করে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ শুক্রবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপ্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা ‘মায়ের বিদায়’৷ রাজ্যে এই প্রথম আগরতলায় এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ পোস্টফিস চৌমুহনি থেকে দশমীঘাট পর্যন্ত হাজার হাজার মানুষ রাস্তার দু’পাশে সমবেত হয়ে আজকের বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যক্ষ করেছেন৷
‘মায়ের বিদায়’ শোভাযাত্রাকে কেন্দ্র করে আগরতলা সিটি সেন্টারের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতে দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য রাজ্যবাসী এবং নিরাপত্তা বাহিনীগুলিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন৷ তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ বিজয়ায় রাজ্যবাসীকে দুটো উপহার দিয়েছেন৷ টাকারজলা এবং বিলোনিয়ায় দুটো নবোদয় বিদ্যালয়ের অনুমোদন মিলেছে৷
তাঁর কথায়, প্রতিটি বিদ্যালয় তৈরিতে ব্যয় হবে প্রায় ৪৫ কোটি টাকা করে৷ তাছাড়া আগামী ২০ অক্টোবর থেকে এয়ার এশিয়া কলকাতা-গুয়াহাটি-ইমফল-আগরতলার মধ্যে তিনটি বিমান পরিষেবা চালু করবে৷
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় এবার ২,২৫৫টির বেশি দুর্গাপূজা হয়েছে৷ এর আগে এমন নথিবদ্ধ পূজার সংখ্যা ছিল ২,২০০-এর কাছাকাছি৷ তিনি বলেন, এবার গ্রামীণ এলাকায় পূজা অনেক বেড়েছে৷ এতে প্রমাণিত, গ্রামের মানুষ ভালো আছেন৷ মুখ্যমন্ত্রী আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী বছরগুলিতেও আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করবো৷