BRAKING NEWS

লাইট হাউস প্রজেক্টের জন্য কেন্দ্রীয় সরকার ত্রিপুরাকে নির্বাচিত করেছে, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ উন্নয়নই যখন প্রধান লক্ষ্য, তখন কেন্দ্রীয় সহায়তা মিলবেই৷ তাই, দেশের ছয়টি রাজ্যের লাইট হাউস প্রকল্পে ত্রিপুরাও নির্বাচিত হয়েছে৷ গর্বের সাথে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান ঘর নির্মাণে ত্রিপুরা দেশের মধ্যে দ্বিতীয় এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রথম স্থানে রয়েছে৷


বৃহস্পতিবার আগরতলা টাউন হলে ভারত সরকারের আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রকের ’’অঙ্গীকার’’ নামে ব্যবস্থা পরিবর্তনের একটি প্রচারাভিযান কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব বলেন, এই অভিযান মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা সুবিধা পেয়েছেন তাদের যুক্ত করে চালানো হবে৷


জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে গোটা দেশে৷ সেই লক্ষ্যে ভারত সরকারের আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রক গান্ধীজীর জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে ২রা অক্টোবর থেকে এই প্রচারাভিযানের সূচনা করেছে এবং তা তিন মাস ব্যাপী চলবে৷ অঙ্গীকার কর্মসূচী প্রধানমন্ত্রী আবাস যোজনায় সুবিধাভোগী নাগরিকদের জীবনযাপনকে উন্নত করতে গুরুত্ব দেয়া হয়েছে৷ বর্জ্য ব্যবস্থাপনা, সৌর বিদ্যুৎ ব্যবহার, জল সংরক্ষণ, বৃক্ষ রোপন, এলপিজি ব্যবহার, আয়ুষ্মান ভারত কার্ড, উজ্জ্বলা যোজনায় এলইডি বাল্ব ব্যবহার ইত্যাদির উপর গুরুত্ব দেওয়া হয়েছে৷


ত্রিপুরায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহনির্মাণের কাজে আরো গতি আনার বিষয়ে গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকার ক্ষমতায় আসার পর রাজ্যকে স্বনির্ভর করে তোলার জন্য কেন্দ্রীয় প্রকল্পকে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর পাশাপাশি, একাধিক নিজস্ব পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেগুলি রূপায়নের কাজ চলছে৷ ভিশন ডকুমেন্ট অনুযায়ী নির্দিষ্ট সময় বাদে যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে বলে এদিন ফের উল্লেখ করেন তিনি৷


তাঁর দাবি, নগর এলাকায় বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি (টুডা) গঠন করেছে৷ টুডার মাধ্যমে আগরতলার কামান চৌমুহনী, কুঞ্জবন ও নন্দন নগরে ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এছাড়া রাজ্য সরকারের সম্পূর্ণ নিজস্ব প্রকল্প অটল জলের ধারা মিশনের মাধ্যমে ৩০ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে৷
এছাড়া পুরনো জেলখানার জায়গাতে ১২০০ টি ফ্ল্যাট বাড়ানোর উদ্যোগ নেবে সরকার, যোগ করেন তিনি৷ বলেন, সেখানে চক্ষু ও শিশু হাসপাতালে পাশাপাশি মিউজিয়াম এবং আইটি হাব গড়ে তোলা হবে৷ এছাড়া ইন্টারন্যাশনাল শপিং মল তৈরি করা হবে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার দেশের ৬টি রাজ্যের মধ্যে ত্রিপুরাকে নির্বাচিত করেছে লাইটহাউস প্রোজেক্টের জন্য৷ এর মাধ্যমে আখাউড়া সীমান্ত এলাকায় ১০০০ ফ্ল্যাট তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, রাজ্য সরকার বিল্ডিং রুলস সংশোধন করেছে৷ এতে সাধারণ মানুষ বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন নগর সংস্থার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের আয়ুষ্মান ভারত প্রকল্প রূপায়ণ করার ওপর গুরুত্ব দিতে বলেন মুখ্যমন্ত্রী ২০২০ সালের মার্চের মধ্যে ২৬ লক্ষ যোগ্য মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বলেন মুখ্যমন্ত্রী৷


এদিন তিনি কটাক্ষ করে বলেন, ত্রিপুরা সরকার বিভ্রান্তিকে নয়, সমালোচনাকে স্বাগত জানায়৷ গঠনমূলক সমালোচনা যে কোন রাজ্যের জন্য যেমন ভালো, তেমনি বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি বরদাস্ত করার মত নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *