মুম্বই, ১১ অক্টোবর (হি.স.): কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ| কাশ্মীর ইস্যুতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ আমরা কখনও মেনে নেব না, তা সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হোক অথবা অন্য কেউ| মোদীজী স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর আমাদের আভ্যন্তরীণ বিষয়| শুক্রবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| কংগ্রেস এবং এনসিপি-কে তীব্র আক্রমণ করে অমিত শাহ এদিন বলেছেন, ‘কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত থাকুক, গোটা দেশবাসীই তা চেয়েছিল, শুধুমাত্র কংগ্রেস ও এনসিপি বিরোধিতা করেছিল| কংগ্রেস ও এনসিপির চিন্তাভাবনা শুধুমাত্র পরিবারের ভালোর জন্যই সীমাবদ্ধ| উন্নয়নের জন্য উদগ্রীব ছিল বিদর্ভ, কিন্তু বিদর্ভের উন্নতি হতে দেয়নি কংগ্রেস| বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিদর্ভের উন্নয়নের জন্য বিশেষ জোর দেওয়া হয়েছে|’ বিদর্ভকে উন্নয়নের পথে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজেপি জোট প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ|
শুক্রবার মহারাষ্ট্রের বুলধানা জেলার চিখালি বিধানসভা কেন্দ্রের বিজেপি জোট প্রার্থী স্বেতা মহালের হয়ে নির্বাচনী প্রচার করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| এদিনের জনসভা থেকে অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেস ও এনসিপি প্রশ্ন তুলছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কাশ্মীরের প্রসঙ্গ উত্থাপণ করার কী প্রয়োজন রয়েছে| কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা মহারাষ্ট্রের জনগণ খুব ভালোভাবেই জানেন| শুধুমাত্র মহারাষ্ট্র নয়, গোটা দেশের জনগণ চাইছেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই থাকুক| সংসদে কংগ্রেস নেতারা বলেছিলেন যদি ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করা হয় তাহলে রক্ত বন্যা বইবে| কাশ্মীর ইস্যুতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ আমরা কখনও মেনে নেব না, তা সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হোক অথবা অন্য কেউ| মোদীজী স্পষ্ট করে দিয়েছেন, কাশ্মীর আমাদের আভ্যন্তরীণ বিষয়|’
অমিত শাহ এদিন আরও বলেছেন, ‘নির্বাচনের পরেই লোকসভার প্রথম অধিবেশনে ৩৭০ অনুচ্ছেদকে বিলোপ করেছেন প্রধানমন্ত্রী, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে পরিণত হয়েছে| ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পরও কাশ্মীরে এক ফোঁটাও রক্তপাত হয়নি| সর্বত্রই শান্তি রয়েছে| কংগ্রেস ও এনসিপি শুধুমাত্র তাঁদের পরিবারের স্বার্থে ৩৭০ অনুচ্ছেদকে সমর্থন করেছিল|’ নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ আরও বলেছেন, ‘মহারাষ্ট্রের জনগণের পাশাপাশি গোটা দেশের মানুষ ৩৭০ অনুচ্ছেদ বিলোপ হওয়ায় খুশি হয়েছেন|
কংগ্রেস ও এনসিপি-কে আক্রমণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘বিদর্ভের প্রতি কংগ্রেস ও এনসিপির মনোভাব সর্বদাই দ্বি-মনের| এ জন্যই বিদর্ভের উন্নতি হয়নি| কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, বিদর্ভের সমস্ত আটতে থাকা প্রকল্পগুলি গর্তি পেয়েছে| নাগপুর-মুম্বই মহাসমৃদ্ধি রোডের কাজ দ্রুত গতিতে চলছে| নাগপুর মেট্রোর কাজও চলছ| সেচ প্রকল্পগুলিও গতি অর্জন করেছে| বিদর্ভের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি| বিদর্ভের প্রগতি আরও এগিয়ে নিয়ে যাওয়ার জনগণের কাছে বিজেপি জোটকে ভোট দেওয়ার অনুরোধ করেন অমিত শাহ|