নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১০ অক্টোবর৷৷ হোস্টেল কর্তৃপক্ষের অমানবিক নির্যাতনের শিকার নবম শ্রেণীর ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীকে গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দিয়েছে ফটিকরায় ব্লক কংগ্রেস৷
প্রসঙ্গত, ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন ডেমডুম এডিসি ভিলেজের বাসিন্দা রাজমালা দেববর্মার পনেরো বর্ষীয় ছেলে হ্যাপি দেববর্মা কুমারঘাটের হলিক্রস ইংলিশ মিডিয়াম সুকলের বয়েজ হোস্টেলে থেকে পড়াশুনা করতো৷হ্যাপি সুকলের নবম শ্রেণীর ছাত্র ছিল৷ গত ২৬ সেপ্ঢেম্বর পরীক্ষা শেষে সুকল বন্ধের পর তার মা তাকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে যায়৷ তারপর থেকেই হ্যাপি জ্বরে আক্রান্ত হয়৷ প্রচণ্ড অসুস্থ অবস্থায় প্রথমে তাকে মনু হাসপাতালে এবং পরে সেখান থেকে রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে৷
এদিকে, চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে এবং তাতে তার বুকের হাড় ভেঙে গেছে৷ তখন ঘটনাটি তার মাকে খুলে বলে হেপী দেববর্মা৷
রাজমালা দেববর্মা জানিয়েছেন, বিদ্যালয়ের ছাত্রাবাসের ওয়ার্ডেন বুরচুং হালাম তার ছেলেকে গত ২৫ তারিখে বিনা কারনে প্রচণ্ড মারধোর করেছেন৷আর তাতেই সে অসুস্থ হয়ে পড়ে৷চিকিৎসাধীন অবস্থায় ৬ অক্টোবর হ্যাপি মারা যায়৷
এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবীতে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার কুমারঘাট থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে৷পুলিশের বিরুদ্ধে হোস্টেল ওয়ার্ডেনকে মদত দেওয়ার অভিযোগ উঠেছে৷ প্রদেশ ব্লক কংগ্রেস সভাপতি কার্তিক সূত্রধর জানিয়েছেন, ওই সুকল ছাত্রের মৃত্যুর ঘটনায় দোষীকে গ্রেফতারের চূড়ান্ত সময় বেঁধে দেওয়া হয়েছে পুলিশকে৷ এর মধ্যে দোষীকে গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস৷