BRAKING NEWS

কৃষকদের ঋণ মকুব ও মহিলা সংরক্ষণে বিশেষ জোর, হরিয়ানায় ইস্তেহার প্রকাশ কংগ্রেসের

চণ্ডীগড়, ১১ অক্টোবর (হি.স.): হরিয়ানা বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করল কংগ্রেস| কংগ্রেসের ‘সঙ্কল্প পত্র’-তে কৃষকদের ঋণ মকুব ও সরকারি চাকরিতে মহিলা সংরক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে| শুক্রবার শীর্ষ কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা, হরিয়ানার কংগ্রেসের প্রদেশ সভাপতি কুমারী সৈলজা, প্রাক্তন রেলমন্ত্রী পবন বনসল-সহ অন্যান্য কংগ্রেস নেতারা ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেন|

নির্বাচনী ইস্তেহারে কৃষকদের ঋণ মকুব ও সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণের (৩৩ শতাংশ সংরক্ষণ) উপর বিশেষ জোর দেওয়া হয়েছে| এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, পৌরসভা-পৌরনিগম এবং নগর পরিষদে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে| হরিয়ানা কংগ্রেসের প্রধান কুমারী সৈলজা ঘোষণা করেছেন, হরিয়ানায় কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করা হবে| প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচন| ফলাফল ঘোষণা হবে ২৪ অক্টোবর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *