জম্মু, ৯ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের ব্লক ডেভেল্পমেন্ট কাউন্সিলের (বিডিসি) নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নীল কংগ্রেস। স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্বমূলক আচরণের পাশাপাশি বহু রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে বলে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।
আগামী ২৪ অক্টোবর বিডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে জম্মু ও কাশ্মীরে। ৫ আগস্ট ৩৭০ ধারার অবলুপ্তির পর এই প্রথম কোনও নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বয়কট করার প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের প্রদেশ কংগ্রেস সভাপতি জি এ মীর জানিয়েছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠাগুলির ক্ষমতায়নের বিশ্বাসী কংগ্রেস। শতাব্দী প্রাচীন দলটি কখনও কোনও নির্বাচনের মুখোমুখি হওয়া থেকে পালিয়ে যায়নি। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষপাতিত্ব মূলক আচরণ এবং রাজনৈতিক নেতাদের ক্রমাগত গৃহবন্দী করে রাখার জন্য নির্বাচনের বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে গৃহবন্দী থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন জি এ মীর। তিনি দাবি করেছেন, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মূলধারার রাজনৈতিক দলগুলির উপর বাধা তৈরি করছে স্থানীয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেওয়া হয়েছে। দলীয় কর্মী এবং নেতাদের গৃহবন্দি করে রাখা হয়েছে।