BRAKING NEWS

নির্মাণ কাজ শেষ হওয়ার আট মাস পরও উদ্বোধন হচ্ছে না ফুট ব্রিজ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ অক্টোবর ৷৷ প্রত্যন্ত এলাকার ৮০টি উপজাতি পরিবারের যোগাযোগের মাধ্যম হিসাবে স্টিল ফুট ব্রীজের কাজ সম্পন্ন হয়ে গেল প্রায় ৮ মাসের মধ্যে৷ এবার উদ্বোধনের জন্য প্রহর গুণছে স্টিল ফুট ব্রীজটি৷ তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীন কারলেং এলাকায় তৈরি হয়েছে এই স্টিল ব্রীজটি৷ কারলেং হয়ে কাইপেং পাড়া ভায়া তেলিয়ামুড়াতে আসার একমাত্র সংযোগ স্থাপনের রাস্তা এটি৷


পূর্বে এলাকার উপজাতিদের ছড়া পারাপার হয়ে যাতায়াত করতে হতো৷ ২০১৬ সালে তৎকালীন বিজেপি দলের তেলিয়ামুড়া বিধানসভার ৪৬টি বুথের প্রভারী হয়ে এসেছিলেন কল্যাণী রায়৷ তিনি ওই সময় কারলেং এলাকায় বিজেপি দলের হয়ে জনসম্পর্ক অভিযান করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলেন শুধুমাত্র যোগাযোগের মাধ্যম না থাকার কারণে৷ ওই সময় অর্থাৎ ২০১৭ সালে কারলেং এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে যোগাযোগের মাধ্যম হিসাবে ছড়ার উপর সেতু নির্মাণ করে দেওয়া হবে৷ ২০১৮ সালের মার্চ মাসে বিজেপি জোট সরকার গঠন হয়৷ কল্যাণী রায়ও বিধায়িকা হন৷ কিন্তু প্রতিশ্রুতির কথা ভুলে যাননি৷


ছড়ার উপর সেতু নির্মাণের বিষয়টি নিয়ে বিধায়িকা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন৷ পরে ২০১৯ সালের ২রা ফেব্রুয়ারি সেতু নির্মাণের জন্য শিলান্যাস করেন বিধায়িকা কল্যাণী রায়৷ ওই শিলান্যাস অনুষ্ঠানে ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ তেলিয়ামুড়া আরডি ডিভিশনের কর্মকর্তারা৷ সেতুটি নির্মাণের জন্য বরাত দেওয়া হয়েছিল আরডিকে৷ সেই মোতাবেক ৬৮ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যায়ে স্টিল ফুট ব্রীজটি নির্মাণ করে তেলিয়ামুড়া আরডি ডিভিশন৷ মাত্র ৮ মাসেই সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যায়৷


এই সেতুটি নির্মাণ হওয়াতে এলাকাবাসীদের মুখে হাসি ফুটল৷ উল্লেখ্য থাকে বিগত বাম সরকারের আমলেও এলাকাবাসী একটি সেতু তৈরি করে দেওয়ার জন্য দাবি জানিয়েছিল৷ কিন্তু ওই সময়ে বাম প্রশাসন এলাকাবাসীদের দাবিটিকে তেমনটা আমল দেয়নি৷ বাম নেতারা কেবল ভোটের রাজনীতি করেছিল বলে অভিযোগ৷ আদতে যে কাজটা বাম সরকার করতে পারেনি দীর্ঘ ২৫ বছরের জমানাকালে, সেটা বিজেপি জোট সরকারের ১৮ মাসের মধ্যেই দাবি পূরণ করেছে৷ এলাকায় সেতুটি নির্মাণ হওয়াতে এলাকাবাসীরা বিধায়িকা কল্যাণী রায়কে ধন্যবাদ জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *