BRAKING NEWS

শচীন দেববর্মণ লোক সংগীতের ধারাকে যে জায়গায় নিয়ে গেছেন তার জন্য আমরা গর্বিত : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ কুমার শচীন দেববর্মণের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ আগরতলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে৷ সন্ধ্যায় ২ নং হলে শচীন দেববর্মণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা কুমার শচীন দেববর্মণের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন৷


তথ্য ও সংস্ক’তি দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা শচীন কর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন৷ তিনি বলেন, এই মহান ব্যক্তির জীবনী সম্পর্কে আরও বেশি করে সেমিনার, অনুষ্ঠান এবং তাঁর গান নিয়ে গবেষণা করা উচিত৷ কুমার শচীন দেববর্মণ লোক সংগীতের ধারাকে যে জায়গায় নিয়ে গেছেন তার জন্য আমরা গর্বিত৷ জন্মদিনে তথ্য ও সংস্ক’তি দপ্তর তাঁর চর্চায় যে উদ্যোগ নিয়েছে তার জন্য তিনি সাধুবাদ জানান৷ আগামীদিনে আরও ব’হৎ আকারে এই ধরনের অনুষ্ঠান করার উপর গুরুত্ব আরোপ করে উপমুখ্যমন্ত্রী বলেন, শচীন দেববর্মণ কুমিল্লা বা অন্যত্র থাকলেও তিনি ত্রিপুরাকে ভুলেননি৷ ত্রিপুরার মানুষ পেলেই তিনি ত্রিপুরা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতেন৷ এই প্রসঙ্গে তার নিজের অভি’তার কথাও তিনি উল্লেখ করেন৷

তিনি বলেন, ত্রিপুরার সঙ্গে তাঁর সম্পর্ক ছিলো নিবিড়৷ তিনি বলেন, যে মানুষ বড় হলেও নিজের শিখরের কথা মনে রাখেন তিনিই আরও বড় হতে পারেন৷
অনুষ্ঠানে ত্রিবেগ-এর সম্পাদক ড. সৌরিশ দেববর্মা শচীন কর্তার সংগীত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন৷ অনুষ্ঠানের সভাপতি রাজ্য সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির সহ-সভাপতি সুুভাষ দেব শচীন দেববর্মণকে অনুসরণ করে আরও বেশি সংস্ক’তি চর্চা করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তবেই তাঁর প্রতি শ্রদ্ধা ’াপন করা হবে বলেও তিনি উল্লেখ করেন৷


স্বাগত ভাষণে তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস বলেন, রাজ্যের সাংস্ক’তিক কর্মকাণ্ডের বিকাশই তথ্য ও সংস্ক’তি দপ্তরের মূল লক্ষ্য৷ অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত জেলাশাসক তপন কুমার দাসও উপস্থিত ছিলেন৷ অতিথিগণ কুমার শচীন দেববর্মণের প্রতিক’তিতে পুপার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান৷ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দপ্তরের শিল্পীগণ৷ এই উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্ক’তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এর আগে শচীন দেববর্মণের জীবনের উপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *