হায়দরাবাদ, ২ অক্টোবর (হি.স.): হায়দরাবাদে অস্বাভাবিক মৃত্যু হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র একজন বিজ্ঞানীর। মৃত বিজ্ঞানীর নাম হল-এস আর সুরেশ কুমার। হায়দরাবাদের আমীরপেট এলাকার ঘটনা। বুধবার সকালে আমীরপেট এলাকার বাসভবন থেকেই ইসরো-র বিজ্ঞানী এস আর সুরেশ কুমারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
হায়দরাবাদ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে (এনআরএসসি) কর্মরত ছিলেন বিজ্ঞানী এস আর সুরেশ কুমার। বুধবার সকালে আমীরপেট এলাকার বাসভবন থেকেই এস আর সুরেশ কুমারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ওসমানিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে ওই বিজ্ঞানীর তা তদন্ত করে দেখছে পুলিশ।