BRAKING NEWS

বিহারে বৃষ্টি ও বন্যায় মৃত্যু বেড়ে ৪২, এখনও জলের তলায় পাটনার পথঘাট

পাটনা, ২ অক্টোবর (হি.স.): বৃষ্টি থামলেও, বন্যা পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি বিহারে| বন্যা-কবলিত বিহারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| বিহারে বৃষ্টি ও বন্যায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪২ জনের| এখনও জলমগ্ন পাটনার পথঘাট| জলমগ্ন ঘর-বাড়ি| গৃহহীন বহু মানুষ|

দুর্যোগে ব্যবস্থাপনা দফতর (বিহার)-এর প্রিন্সিপাল সেক্রেটারি প্রত্যয় অমিত জানিয়েছেন, ‘বিহারের ভাগলপুরে গঙ্গা নদীর জলস্তর বেড়েছে| সবচেয়ে ক্ষতিগ্রস্ত কাহালগাঁও| ওই স্থানে মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম| ত্রাণ শিবির ও বন্যা-দুর্গতদের জন্য রান্নাঘর তৈরি করা হয়েছে| প্রিন্সিপাল সেক্রেটারি আরও জানিয়েছেন, বৃষ্টি ও বন্যায় বিহারে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে|

বিহারে বন্যা পরিস্থিতির জন্য নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে বিষোদগার করলেন বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জয়সওয়াল| মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে সঞ্জয় লিখেছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বিহার প্রশাসন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *