প্রথম ভারতীয় হিসেবে এক বিশ্বকাপে সর্বাধিক চারটি সেঞ্চুরির রেকর্ড রোহিতের, সৌরভকে টপকে স্পর্শ করলেন সঙ্গকারাকে

এজবাস্টন, ২ জুলাই (হি.স.) : বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিশ্বকাপে নজির গড়লেন রোহিত শর্মা৷ মঙ্গলবার এজবাস্টনে বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ (৯২) রানের ঝোড়ো সেঞ্চুরি করেন রোহিত শর্মা |  এটি চলতি বিশ্বকাপে রোহিতের চতুর্থ ও একদিনের ম্যাচে ২৬ নম্বর সেঞ্চুরি ৷ এদিনের সেঞ্চুরির ফলে প্রথম ভারতীয় হিসেবে একই বিশ্বকাপে সর্বাধিক চারটি সেঞ্চুরি করে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিন সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন মু্ম্বইয়ের এই ডানহাতি৷ তবে একই বিশ্বকাপে রোহিতের আগে চারটি সেঞ্চুরি করেছে শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারা৷

চলতি বিশ্বকাপে ভারতের হয়ে ব্যাটিংয়ের মূল স্তম্ভ হয়ে উঠেছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে চলতি বিশ্বকাপে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিলেন রোহিত। ২৪ ঘণ্টা পরে সেই মাঠেই নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন রোহিত। এ দিন শুরু থেকেই বিধ্বংসী রূপে ছিলেন রোহিত। প্রথম ওভারেই মোর্তাজাকে ছয় মেরে নিজের মনোভাব বুঝিয়ে দেন রোহিত। অবশ্য তারপর মুস্তাফিজুরের বলে পুল মারতে গিয়ে ডিপ মিড উইকেটে তামিমের হাতে ক্যাচ দিয়েছিলেন রোহিত। সেই ক্যাচ ফস্কান তামিম। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ডের পর এই ম্যাচেও ক্যাচ পড়ল রোহিতের। আর তারপর বাংলাদেশ বোলিংকে তছনছ করে দিলেন রোহিত। এদিন সিঙ্গলসের থেকে চার-ছয়ের দিকেই বেশি নজর ছিল রোহিতের। উল্টোদিকে রাহুল কিছুটা ধীরে খেললেও আক্রমণাত্মক ছিলেন হিটম্যান। হাফসেঞ্চুরি করার পরেও তিনি নিজের খেলার ধরণ বদলাননি। মাঝে শাকিব আল হাসানের বল কিছুটা ধরে খেলেন তিনি। কিন্তু তারপরেও রানের গতি ভালোই ছিল।  শেষ পর্যন্ত ৯০ রানের মাথায় কভারের দিকে সিঙ্গলস নিয়ে নিজের চার নম্বর সেঞ্চুরি করেন রোহিত। তারপরেই অবশ্য ৯২ বলে ১০৪ রানের মাথায় সৌম্য সরকারের বলে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট দিয়ে ফেরেন রোহিত। রোহিতের   এদিনের ১০৪ (৯২) রানের ঝোড়ো সেঞ্চুরিটি সাজান আছে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৷

বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করে এক বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে সৌরভের তিন সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন তিনি। ২০০৩ বিশ্বকাপে এই রেকর্ড করেছিলেন মহারাজ । সেইসঙ্গে এক বিশ্বকাপে চার সেঞ্চুরি করে কুমার সঙ্গকারার রেকর্ড স্পর্শ করলেন হিটম্যান। পাশাপাশি পাঁচ সেঞ্চুরি করে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষে আছেন মাস্টার-ব্লাস্টার শচীন তেন্ডুলকার |   চলতি বিশ্বকাপে আর একটা সেঞ্চুরি করলেই সঙ্গকারার রেকর্ডও ভেঙে শচীন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করবেন এই ডানহাতি ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *