ম্যাঞ্চেস্টার, ২৩ জুন (হি.স.) : কাজে এল না কার্লোস ব্রাথওয়েটের অনবদ্য শতরান। শেষ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের থেকে ম্যাচ ছিনিয়ে নিল নিউজিল্যাণ্ড। ট্রেন্ট বোল্টের নেওয়া ক্যাচই ফারাকটা গড়ে দিল দুই দলের মধ্যে।
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় নিউজিল্যাণ্ড। মাত্র ৭ রানে ২ উইকেট হারিয়ে রীতি বিপর্যস্ত দেখাচ্ছিল ম্যান ইন ব্ল্যাকদের। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক কেইন উইলিয়ামসনের ১৪৮, রস টেলরের ৬৯ রানের উপর ভর করে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ৮ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে নিউজিল্যাণ্ড। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন বর্তমান সময়ে ক্যারাবিয়্যান ক্রিকেটের মহানায়ক ক্রিস গেইল।
আটটি চার, ছয়টি ছয়ের সৌজন্যে ৮৪ বলে ৮৭ রান করেন। মূলত গেইল-হেটমেয়ারের ১২২ রানে জুটির সৌজন্যে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। হেটমেয়ারের ব্যক্তি সংগ্রহ ৫৪। ম্যাচের একটা সময় ৮ উইকেট হারিয়ে ২১১ রানে খোরাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় ম্যাচের হাল ধরেন কার্লোস ব্রাথওয়েট। সাত বলে ছয় রান বাকি থাকতে ছয় মারার চেষ্টা করেন ব্রাথওয়েট। আর তখনই দুরন্ত ক্যাচ নিয়ে ম্যাচ ছিনিয়ে নেন ট্রেন্ট বোল্ট। এরপরই হতাশা মাটিতে বসে পড়েন বহু যুদ্ধের নায়ক ব্রাথওয়েট।