হায়দরাবাদ, ৯ জুন (হি. স.) : তেলেঙ্গানার আলমাসগুড়া কামান এলাকা থেকে দুই অবৈধ অন্তঃরাষ্ট্রীয় আগ্নেয়াস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাচাকোন্ডা পুলিশের একটি বিশেষ দল এবং মীরাট পুলিশ। বিশ্বস্ত ও গোপন সূত্রে খবর পেয়ে, রাচাকোন্ডার পুলিশের বিশেষ বাহিনী ও মীরাট পুলিশ শনিবার রাত থেকে ওই অঞ্চলে একটি যৌথ অভিযান চালায়। শনিবার গভীর রাতের ওই অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারি মামলায় অভিযুক্ত দুই ব্যবসায়ী অরুণ যাদব ও শঙ্কর যাদবকে আলমাসগুড়া কামান এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথ পুলিশবাহিনী।
রবিবার মীরাট থানার পুলিশের এক কর্তা জানান, “ধৃত দুই ব্যবসায়ী বিহারের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ লাইভ রাউন্ড (৭.৬৫), দুটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।” পুলিশ সূত্রের খবর, জেরায় ওই দুই ব্যবসায়ী জানায়, নিজেদের উপার্জনে সন্তুষ্ট না হওয়ায় অবৈধ অস্ত্র ব্যবসায়ে নেমেছিল তারা। নিজের গ্রামের এক কারবারির কাছ থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র নিত অরুণ যাদব। ২০,০০০ টাকা করে দুটি পিস্তল এবং ৬ রাউন্ড তাজা বুলেট সহ একটি খালি ম্যাগাজিন কিনে হায়দরাবাদে অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে এসেছিল অরুণ ও তার সঙ্গী শঙ্কর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের ধরে ফেলে রাচাকোন্ডার পুলিশের বিশেষ বাহিনী ও মীরাট পুলিশ। ঘটনার তদন্ত চলছে। সোমবার ধৃতদের আদালতে তোলা হবে।