লখনউ, ৯ জুন (হি.স.) : মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সম্প্রচারিত করে একটি বেসরকারি চ্যালেনের মালিক গেরুয়া শিবিরের রোষে৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে৷ নয়ডার একটি বেসরকারি চ্যালেন মালিক ইশিকা সিং ও অনুজ শুক্লাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷
অভিযোগে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার উদ্দেশ্যে ট্যুইটার ও ফেসবুকে ওই পোস্ট শেয়ার করেছেন সাংবাদিক৷ তাঁর বিরুদ্ধে আইপিসি’র ৫০০ ও আইটি অ্যাক্টের ৬৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ গ্রেফতারির পর হজরতগঞ্জ থানার পুলিশ প্রেস বিবৃতিতে জানায়, কানোজিয়া ‘অপরাধ’ স্বীকার করে নেন৷ ওই পোস্ট তিনিই করেছেন বলে তদন্তকারীদের জানান৷ তবে এই গ্রেফতারির পর উঠছে কিছু প্রশ্ন৷ প্রকাশ কানোজিয়া দিল্লির বাসিন্দা৷ তাঁকে কোথা থেকে কীভাবে গ্রেফতার করা হয়ে সেবিষয়ে কোনও মন্তব্য করে পুলিশ৷ সাংবাদিক গ্রেফতারের নিন্দা করে সমাজবাদী পার্টি৷ তোপ দেগে জানায়, আইনের শাসন ফেরাতে ব্যর্থ রাজ্য সরকার৷ সাংবাদিক গ্রেফতারে সেই হতাশাই প্রকাশ পেল৷
অপরদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য সম্প্রচারিত করায় নয়ডার একটি বেসরকারি চ্যালেন মালিক ইশিকা সিং ও অনুজ শুক্লাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ৷ গ্রেফতারি প্রসঙ্গে পুলিশের বক্তব্য, উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে আইন শৃঙ্খলা খারাপের দিকে এগিয়ে যেত৷