BRAKING NEWS

বামের বেশিরভাগ ভোট গেছে বিজেপিতে, স্বীকার করলেন ইয়েচুরি

কলকাতা, ৪ জুন (হি.স.): লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বামফ্রন্টের ভোট বিজেপির দিকে স্থানান্তরিত হয়েছে। এমনটা আজ স্বীকার করে নিলেন সিপিআই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার আলিমুদ্দিনে তিনি জানান, “বামপন্থীদের একটা বড় অংশের ভোট নিয়েই বিজেপি জিতেছে তৃণমূলের কট্টর সন্ত্রাসবাদী কৌশলকে মোকাবেলা করার জন্য”। 

এদিন বৈঠক শেষে ইয়েচুরি বলেন, “বামফ্রন্টের ভোট বিজেপি ও টিএমসি’র মধ্যে বিভক্ত হয়ে গেছে”। তিনি দাবি করে জানান, ” যারা তৃণমূলের সন্ত্রাসী কৌশল থেকে মুক্তি পেতে চায় তাঁরা বিজেপিকে ভোট দিয়েছে। এবং যারা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সংগঠনগুলির কাছে আশ্রয় নিতে চায় টিএমসি ভোট দিয়েছে”। রাজ্যের নির্বাচন কমিশন আধিকারিক বিজেপি ও তৃণমূলের মাঝে পরে নিজের কাজটাই ঠিক মত করতে পারেননি বলে অভিযোগও করেন তিনি। 

ইয়েচুরি দাবি করে জানান, “কিছু নির্দিষ্ট মানুষ বিজেপিকে ভোট দিয়েছে।কিন্তু বাম দলগুলোর কোনও সদস্য বিজেপির পক্ষে ভোট দেয়নি। ইয়েচুরি বলেন, ” দলের কোনো সদস্য বিজেপিকে ভোট দেয়নি। এই আট বছরের সন্ত্রাসবাদী সরকারকে দমন করতে বাম সমর্থনকারী অনেকেই ভোট দিয়েছে বিজেপিকে”। ২o১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বামফন্টের ভোট ছিল ২৯.৯৩ শতাংশ সেখান থেকে ২০১৯ সালে ৭.৪৬ শতাংশে থেকে নেমে এসেছে ভোট। ২o১৪ সালে বিজেপির ভোট ছিল ১৭.০২শতাংশ। যা ২০১৯-এ বেড়ে হয়েছে ৪০.২৫শতাংশ। 

একজন সিপিআই (এম) রাজ্য কমিটির নেতা জানান,”পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা জেলাগুলি থেকে ভোটের পর এক রিপোর্টে বলা হয়েছে যে, বামফ্রন্ট সমর্থকদের একটা বড় অংশ এবং শ্রমিকশ্রেণীর একটি অংশ ঘাসফুল শিবিরকে হঠানোর জন্য বিজেপির পক্ষে ভোট দিয়েছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *