আবারও প্রমাণিত, দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই : রতনলাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ আবারও প্রমাণিত হয়েছে, দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই ৷ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফলাফলের প্রবণতা দেখে এইভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ৷ এদিন আগরতলায় ফলাফলের প্রবণতা দেখে জয় নিশ্চিত জেনেই রাস্তায় উল্লাসে মেতে ওঠেন বিজেপি সমর্থকরা ৷ তাঁদের সাথে যোগ দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথও ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অনেক ষড়যন্ত্র হয়েছে ৷ চক্রান্তও কম হয়নি ৷ কিন্তু,আবারও প্রমাণিত হল দেশে নরেন্দ্র মোদীর বিকল্প নেই ৷ ত্রিপুরায় দুই আসনে ফলাফল সম্পর্কে রতন নাথের দাবি, এই রায় বিজেপি-র প্রতি রাজ্যবাসীর আস্থার প্রতিফলন ৷রতন নাথের বক্তব্য, দেশে বিজেপির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে ৷ নানাভাবে চক্রান্ত হয়েছে ঊ কিন্তু, উন্নয়নের কারিগরকে কেউ আটকাতে পারেননি ৷ তাই, এখন আরও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ৷ তাঁর কথায়, এখন আমাদের আরো সংঘবদ্ধ হতে হবে ৷ প্ররোচনা দেওয়া হবে, কিন্তু সতর্কভাবে সমস্ত কিছু মোকাবিলা করতে হবে ৷


রতনলালা নাথ মনে করেন, মানুষের মন বুঝে কাজ করা উচিত ৷ তবেই সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে৷ সাথে তিনি যোগ করেন, আমরা ভুল করলে মানুষ ক্ষমা করে দেবে এমনটা ভাবা উচিত নয় ৷ তাঁর কথায়, বিজেপি মানুষের কথা ভেবে কাজ করেছে, তাই আজ দেশবাসী ঢালাও সমর্থন দিয়েছেন৷ তিনি বলেন,, নানা প্রতিকূলতার মধ্যে থেকেও উন্নয়নের পথ থেকে সরলে চলবে না ৷ কারণ, ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে বসানোর লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে ৷


এদিকে, আজ ত্রিপুরায় সিপিএম কাউন্টিং এজেন্ট তুলে নিয়েছে এ-বিষয়ে রতন নাথ কটাক্ষ করে বলেন, বিরোধীরা পলায়নের রাজনীতি শুরু করেছে৷ হার নিশ্চিত জেনে আগে থেকেই সরে যাচ্ছেন ৷ তাঁর দাবি, ত্রিপুরায় কোথাও কোনও ঝামেলা হয়নি ৷ বরং ১৬ জন বিধায়কের ক্ষমতা থাকা সত্বেও বামেদের ফলাফল লজ্জাজনক বলেই তাঁর মনে হয়েছে ৷ রতন নাথ বিদ্রুপ করে বলেন, মানুষ সিপিএম-কংগ্রেসের মিলিজুলি রাজনীতি বুঝতে পেরেছেন ৷ তাই তাঁরা ত্রিপুরায় একটি আসনেও জয়ী হতে পারবে না ৷ আজ রতন নাথ দেশের স্বার্থে যোগ্য ব্যক্তিকে বাছাই করার জন্য ত্রিপুরাবাসী-সহ সমগ্র দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *