নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় বায়ুসেনার এমন সাফল্যের উচ্ছসিত গোটা দেশ। পাশাপাশি প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক সদ্দিচ্ছারও। বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সদ্দিচ্ছাকে কুর্নিশ জানিয়েছেন।
রাম মাধব ট্যুইটারে লেখেন, সবদিক দিয়েই আমাদের বাহিনী বিশ্বমানের। প্রধানমন্ত্রী এবং তাঁর টিমের রাজনৈতিক সদ্দিচ্ছাই ফারাকটা গড়ে দিয়েছে। শহিদ জওয়ানদের শোকে প্রতিটি ভারতীয় মূহ্যমান। এই বিমান হামলার ফলে তারা বড় স্বস্তি পেল এবং এদিন সকালে সবাই উচ্ছসিত। অতিসতর্কতার সঙ্গে এই হামলা চালানোর জন্য বায়ুসেনাকে কুর্নিশ জানাই।কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ট্যুইটারে লেখেন, ভারতীয় বায়ুসেনা পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা বানিয়ে গুড়িয়ে দিয়েছে। দেশের প্রতিরক্ষা দফতর এবং সরকার এর মাধ্যমে স্পষ্ট বার্তা দিল যে সন্ত্রাসবাদকে আরও কোনও রকম ভাবে রেয়াত করা হবে না।
উল্লেখ্য, পুলওয়ামা হামলার ১২দিন পর, মাত্র ২১ মিনিটে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম), হিজবুল মুজাহিদিনের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান| জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে আকাশ থেকে নিক্ষেপ করা হয় ১০০০ কেজি ওজনের বোমা| নিয়ন্ত্রণ রেখার ওপারে প্রায় ৮০ কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে অবস্থিত জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালানো হয়|