সিওল, ২১ ফেব্রুয়ারি (হি.স.): আর্থিক অগ্রগতি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বরাবর আদর্শ পথিকৃৎ হিসেবে কাজ করেছে। বৃহস্পতিবার সিওলে সে দেশের শিল্পপতিদের মুখোমুখি হয়ে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভারতে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানান তিনি। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সার্বিক উন্নয়ন এবং আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে ভারতের ‘স্বাভাবিক সঙ্গী’ হচ্ছে দক্ষিণ কোরিয়া। আরও বেশি সংখ্যাক দক্ষিণ কোরীয় বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগ করার পক্ষে সওয়াল করেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে নিজের সম্পর্কের স্মৃতিচারণা করতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, ‘দক্ষিণ কোরিয়ার উদ্যোগপতিদের উচ্ছাস দেখে মুগ্ধ হয়েছিলাম। আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া বরাবরই আমার কাছে আর্দশ পথিকৃৎ।’
সরাসরি বিদেশি বিনিয়োগ বা ফরেন ডায়রেক্ট ইনভেস্টমেন্ট প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘লাল ফিতের ফাঁস দূর করে দেওয়া হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত আদর্শ দেশ। বিগত তিন বছরে ভারতে ২৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে।’ এদিন প্রধানমন্ত্রী কোরীয় স্টার্ট আপ হাবের উদ্বোধন করেন। ভারত এবং কোরীয় নতুন প্রতিভাদের চিন্তার আদনপ্রদানের জন্য কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। দেশের সার্বিক উন্নয়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিগত পাঁচ বছরে ভারতের সার্বিক উন্নয়নের হিসেব তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ৩০০ মিলিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতে খোলা হয়েছে। এর ফলে দেশের ৯৯ শতাংশ ভারতীয় পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। সব মিলিয়ে এই সকল অ্যাকাউন্টে ১২ বিলিয়ন মার্কিন ডলার জমা পড়েছে।