লখনউ, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে সপা-বসপা জোট নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করলেন বর্ষীয়ান সপা নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। নাম না করে অখিলেশ যাদবের বিরুদ্ধে তোপ দেগে মুলায়ম সিং যাদব বলেন, দলের মধ্যে থাকা লোকেরাই দলটিকে ধ্বংস করছে।
বৃহস্পতিবার লখনউয়ে সপার প্রধান কার্যালয়ে দলীয় কর্মীদের মুখোমুখি হয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে মুলায়ম সিং যাদব বলেন, ‘দলের মধ্যে থাকা লোকেরাই দলটিকে ধ্বংস করে দিচ্ছে। সপা খুবই শক্তিশালী দল। তিনবার একাই সরকার গঠন করে আমরা মুখ্যমন্ত্রী হয়েছি। এমনকি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বও সপা পালন করেছে। এই কথা বলে বিষয়টিকে আমি রাজনীতিকরণ করছি না, স্রেফ সত্যি কথাটা বলছি।’ পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণা না করার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করে মুলায়ম সিং যাদব বলেন, ‘যখন আমি দলের দায়িত্বে ছিলাম। তখন ১৪ মাস আগেই নির্বাচনী টিকিট বিতরণ করে দিতাম। সামনে নির্বাচন কিন্তু এখনও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। প্রচারের দিক দিয়ে বিজেপি এখন এগিয়ে রয়েছে। মায়াবতীর সঙ্গে জোট করার জন্যই প্রার্থীদের নাম ঘোষণা করতে দেরি হচ্ছে।’প্রসঙ্গত, বাজেট অধিবেশনের শেষ দিনে নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার জন্য শুভেচ্ছা জানান মুলায়ম সিং যাদব। একদিকে যখন বসপার সঙ্গে জোট গড়ে বিজেপিকে টেক্কা দিতে চাইছে অখিলেশ তখন তাঁর বাবা মুলায়ম সিং যাদব উল্টো সুর গাইছেন।