চন্ডীগড়, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের বেপরোয়া গতির বলি হলেন পাঁচজন। ঘটনাস্থল হরিয়ানার ঝজ্জার জেলা। বুধবার সকালে ঝাজ্জর জেলার রাইয়া গ্রামের কাছে একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। গাড়ির মধ্যে থাকা ৫ জনেরই মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন একটি পরিবারের দুই শিশু সমেত চার জন। এ ব্যাপারে এদিন ঝাজ্জরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন সকালে পাঁচজন একটি গাড়িতে দিল্লিতে একটি বিয়েবাড়ি থেকে ঝাজ্জরের কাসনি গ্রামে নিজেদের বাড়ির দিকে আসছিলেন।
পথে রাইয়া গ্রামের কাছে গাড়িটিতে সজোরে ধাক্কা মারে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে গাড়িটি পুরো দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের চেষ্টায় পুলিশ গাড়িটির মধ্যে থাকা পাঁচজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় গাড়িটির চালক, এক দম্পতি ও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ট্রাকচালকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাকচালক পলাতক।