BRAKING NEWS

প্রশাসনিক গাফিলতির জন্য পুলওয়ামায় এতবড় জঙ্গি হামলা হয়েছে, দাবি অভিষেক মণু সিঙ্ঘভি

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : প্রশাসনিক গাফিলতির জন্য পুলওয়ামায় এতবড় জঙ্গি হামলা হয়েছে। মঙ্গলবার ট্যুইট করে এমনই দাবি করলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ অভিষেক মণু সিঙ্ঘভি।ট্যুইটারে অভিষেক মণু সিঙ্ঘভি লেখেন, ‘কনভয়ের নিরাপত্তায় যথেষ্ট গাফিলতি ছিল। ৭৮টি ট্রাকে ২৫০০ জওয়ানকে একবার নিয়ে যাওয়ার পুরোপুরি ভুল সিদ্ধান্ত ছিল। এমনকি এই ক্ষেত্রে গোয়েন্দা রিপোর্টকেও অগ্রাহ্য করা হয়েছে।’

হামলার পর কংগ্রেসের দায়িত্ব সম্পন্ন ভূমিকার প্রশংসা করে অভিষেক মণু সিঙ্ঘভি ট্যুইটে লেখেন, কংগ্রেস অত্যন্ত দায়িত্ব সম্পন্ন দলের ভূমিকা পালন করেছে। এই ঘটনার যাতে কোনও পুনরাবৃত্তি না হয় সে দিকে নজর রাখতে হবে।প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ-এর কনভয়ে বিপুল পরিমাণে বিস্ফোরক নিয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। নারকীয় এই হামলায় শহিদ হয়েছে ৪২-এরও বেশি জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *