নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছেন কাঁটাশেওলা এলাকার বাসিন্দা নারায়ণ দাস। জানা গেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে নারায়ণবাবুর পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন কীভাবে লাগলো সে বিষয়ে পুলিশ তদন্ত করছে। যদিও এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ পুলিশ খুঁজে বের করতে পারেনি। তবে অনেকের মতে, নাশকতার জেরেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আবার কেউ কেউ বলছেন, শর্টসার্কিট থেকে হয়ত আগুন লাগতে পারে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ‘নারায়ণ দাসের পাঁচটি বেড়ার ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি বলে মনে করছে পুলিশ।
উল্লেখ্য, শনিবার ভোরে কাঁটাশেওলা এলাকার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে আগুন লাগে। আগুনে নারায়ণবাবুর পাঁচটি বেড়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন পার্শ্ববর্তী এক বাড়িতেও ছড়িয়ে পড়ে। তবে সম্মিলিত প্রচষ্টায়ও আগুন নেভানো সম্ভব হয়ে উছঠিল না। সবাই যখন ঘুমিয়েছিলেন ঠিক তখনই আগুন লাগে। পরিবারের লোকেরা জানান, ঘুমন্ত অবস্থায় আগুন লাগার বিষয়টি তারা টের পেয়ে চিৎকার করতে থাকেন। তাদের চিৎকারে আশপাশ থেকে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর যায় কলেজটিলা ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের লোকেরা। দীর্ঘ প্রচেষ্টায় চারটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।