BRAKING NEWS

টিডিপি ও তৃণমূলের হট্টগোলের জেরে মুলতুবি রাজ্যসভার অধিবেশন

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : বিরোধীদের হই হট্টগোলের জেরে দিনের মত মুলতুবি হয়ে গেল রাজ্যসভার অধিবেশন। সোমবার অধিবেশন শুরু হওয়া মাত্র সিবিআই-এর অপব্যবহার নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেসের সাংসদেরা। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিশেষ আর্থিক মর্যাদার দাবিতে অধিবেশন কক্ষের ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে তেলেগু দেশম পার্টির (টিডিপি) সাংসদেরা। এর জেরে দুপুর ২টো পর্যন্ত অভিবেশন মুলতুবি করে দেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। পরে দুপুর ২টোয় যখন অধিবেশন ফের শুরু হয়। তখনও বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস এবং তেলেগু দেশম পার্টির সাংসদেরা।


এদিন রাজ্যসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অপব্যবহার করা হচ্ছে বলে দাবি করে তৃণমূল সাংসদেরা। কিন্তু আগে থেকে এই আলোচনার জন্য কোনও নোটিশ দেওয়া হয়নি বলে সেই দাবি খারিজ করে দেন ডেপুটি চেয়ারম্যান। পাশাপাশি বিক্ষোভরত সাংসদদের নিজেদের আসনে গিয়ে শান্ত হয়ে বসতে বলেন। কিন্তু সাংসদেরা ওয়েলে নেমে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। যার জেরে অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন ডেপুটি চেয়ারম্যান।প্রসঙ্গত, এদিন রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপণ নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু হই হট্টগোলের জেরে অধিবেশন দিনের মতো মুলতুবি হয় যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *