নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহরের শ্যামলীবাজার হোম থেকে পালিয়ে গিয়েছে মা ও সন্তান৷ পরে তাদের উদ্ধার করা হয়েছে উদয়পুর থেকে৷ উদয়পুর আদালত চত্বরে তাদের সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেয়৷ আর কে পুর থানার পুলিশ তাদের থানায় নিয়ে যায়৷ খবর দেওয়া হয় আগরতলা মহিলা থানায়৷ পূর্ব আগরতলা মহিলা থানার একটি পুলিশ টিম সেখানে গিয়ে তাদের আগরতলায় নিয়ে আসে৷ জানা গিয়েছে, ওই মহিলা ও তার সন্তানকে সম্প্রতি পুলিশ বহিঃরাজ্য থেকে এখানে নিয়ে আসে৷
ওই মহিলা তার সন্তানকে নিয়ে অন্য এক যুবকের সাথে পালিয়ে গিয়েছিল প্রণয়ের সম্পর্কের সূত্রে৷ পুলিশ তথ্য তল্লাসী চালিয়ে বহিঃরাজ্য থেকে তাদের উদ্ধার করে৷ মহিলা ও তার সন্তানকে শ্যামলীবাজার হোমে রাখা হয়েছিল৷ কিন্তু, শুক্রবার আচমকা ওই মহিলা ও তার সন্তান হোম থেকে উধাও হয়ে যায়৷ বহু জায়গায় তল্লাসী চালিয়ে না পেয়ে পরে হোম কর্তৃপক্ষ পূর্ব আগরতলা মহিলা থানায় একটি মিসিং ডায়রি করে৷ সেই মোতাবেক পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেছে৷ শেষে উদয়পুর থেকে তাদের উদ্ধার করা হয়৷ প্রশ্ণ উঠেছে কিভাবে ওই মহিলা তার সন্তানকে নিয়ে হোম থেকে বেরিয়ে গিয়েছে৷ হোমের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ণ উঠছে৷