নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বিধায়কদের ভাঙিয়ে কর্ণাটকে জেডি(এস)-কংগ্রেস জোট সরকার ফেলে দেওয়ার অভিযোগ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তুলেছে কংগ্রেস। এই বিষয়ে সিবিআই এবং ইডি তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা এবং কে সি বেণুগোপাল।কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, ‘আর্থিক লোভ দেখিয়ে ১৮ জন বিধায়কদের নিজেদের দিকে টানার চেষ্টা করেছেন ইয়েদুরাপ্পা। সিবিআই তদন্তের দাবি তুলে রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, টাকাগুলি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহ দিচ্ছিল। এর পেছনে কালো টাকা এবং আর্থিক জালিয়াতি জড়িয়ে রয়েছে।
সরকার ফেলে দেওয়ার চেষ্টা যারা করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। বি এস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী? অভিযুক্ত বিজেপি নেতাদের কি প্রধানমন্ত্রী সিপিআই বা ইডি-কে দিয়ে তদন্ত করাবেন।’ বিষয়টিকে জাতীয় লজ্জা বলে অবিহিত করেছেন তিনি।আরও এক কংগ্রেস কে সি বেণুগোপাল জানিয়েছেন, একটি অডিও ক্লিপ প্রকাশ্যে এসেছে। যা থেকে জানা গিয়েছে কংগ্রেস-জেডি(এস)সরকার ফেলে দেওয়ার জন্য বিধায়ক প্রতি ১০ কোটি টাকা দিতে চাইছিল ইয়েদুরাপ্পা। সব মিলিয়ে ১৮ জন বিধায়ককে নিজেদের দিকে করতে চাইছিলেন ইয়েদুরাপ্পা।