ব্রাজিলিয়া, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : ঘুষ নেওয়ার অপরাধে ১৩ বছরের কারাদন্ডে দন্ডিত করা হল ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভাকে।
বুধবার দক্ষিণ ব্রাজিলের কারিটিভা শহরের একটি আদালত ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টকে দোষীসাব্যস্ত করেছে। ঘুষ নেওয়ার অপরাধে তাকে ১৩ বছরের কারাদন্ডে দন্ডিত করে আদালত। ২৩৫০০০ মার্কিন ডলারের আর্থিক জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে। ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা পেট্রোবাব্রাসের একটি বরাত বেসরকারি নির্মাণকারী সংস্থা পাইয়ে দিয়েছিলেন লুলা ডি সিলভা। তার বিনিময়ে ওই সংস্থার ২৩৫০০০ মার্কিন ডলার খরচ করে লুলার ব্যক্তিগত খামার বাড়ি সংস্কার করে দিয়েছিল। এই অভিযোগ অনেক দিন ধরে ছিল। এতদিন পরে আদালতে তা প্রমাণ হওয়ার ফলে দোষীসাব্যস্ত হলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট। যদিও আদালতে লুলা ডি সিলভার আইনজীবী দাবি করেন ওই খামার বাড়িটি প্রাক্তন প্রেসিডেন্টের নামে ছিল না। কিন্তু সরকার পক্ষের আইনজীবী পাল্টা দাবি করেন ওই খামার বাড়ি প্রাক্তন প্রেসিডেন্টের নামেই ছিল। এই বিষয়ে আদালতে তথ্য প্রমাণও পেশ করা হয়।
প্রাক্তন প্রেসিডেন্ট ছাড়াও প্রাশসনের শীর্ষ আমলা সহ দশজনকে দোষীসাব্যস্ত করেছে আদালত। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
প্রসঙ্গত এই প্রথমবার নয়। এর আগেও সরকারি কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে ব্রাজিলের একটি বড় নির্মাণকারী সংস্থার কাছ থেকে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নেন লুলা। এ ঘটনায় ২০১৭ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। এর বিরুদ্ধে আদালতে আপিলও করেন তিনি।