BRAKING NEWS

নিরুপম সেনের প্রয়াণে শোক প্রকাশ শীর্ষ নেতৃবৃন্দের

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.) : বামফ্রন্ট সরকারের শিল্পমন্ত্রী ও দীর্ঘদিন বাম আন্দোলনের প্রথম সারির নেতা নিরুপম সেনের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে আলিমুদ্দিন স্ট্রিট-সহ গোটা রাজনৈতিক মহলে | শোক প্রকাশ করেছেন তিন প্রধান দলের নেতাই| গভীর শোক জানিয়েছেন প্রবীণ সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য এক শোকবার্তায় বলেছেন, ‘‘কমরেড নিরুপম সেনের সঙ্গে দীর্ঘদিন পার্টিতে এবং সরকারে একসাথে কাজ করেছি। তাঁর দক্ষতা এবং সততা চিরকাল আমার স্মরণে থাকবে। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’
দীর্ঘকালের সহকর্মীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এ রাজ্যের বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রথম সারির নেতা নিরুপম সেন মানুষের মধ্যে মার্ক্সের ভাবধারা ছড়িয়ে দিতে ও মানুষের উন্নয়নের জন্য আজীবন কাজ করে গেছেন| রাজ্য সরকারের একাধিক দফতর সামলানোর সাথে রাজ্যের শিল্প স্থাপন করতে, বেকারত্বের কর্মসংস্থান এবং বাংলাকে নতুন ভাবে গড়ে তোলার মনোভাবে তিনি ছিলেন অন্যতম দৃষ্টান্ত|”
“দীর্ঘ রাজনৈতিক বিরোধ থাকা সত্তেও” প্রাক্তন শিল্পমন্ত্রীর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা | তিনি বলেন, “তিনি দীর্ঘকাল ধরে কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন | আমার সাথে রাজনীতির মতাদর্শগত বিন্দুমাত্র মিল না থাকলেও ব্যক্তি হিসাবে তিনি তাঁর কর্তব্য করে গিয়েছেন | দীর্ঘ দিনের এই রাজনৈতিক নেতার মৃত্যুতে বাংলার রাজনীতি ক্ষতগ্রস্ত হল |
এই প্রসঙ্গে রাজ্যসভার কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, “বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমি নিরুপম সেনকে চিনতাম | বিশ্ববিদ্যালয়ের গন্ডি ছাড়িয়ে তিনি মার্কসবাদী আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন | প্রতি মুহুর্তে আমাদের মধ্যে রাজনীতিগত মতবিরোধ ঘটলেও নিরুপম সেনকে আমি দেখেছি শান্ত ও বুদ্ধিমত্ত রাজনৈতিক নেতা হিসেবে| শুধু তাই নয়, মন্ত্রী হিসাবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন | রাজনীতি জগতে আমদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, তাঁর এই বিনম্র স্বভাবকে সেলাম জানাই | তাঁর মৃত্যু শুধু বর্ধমানে নয়, বাংলার রাজনীতি তে খুবই দুঃখের বার্তা বহন করে নিয়ে এসেছে|’
রাজ্যে বামফ্রন্ট সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী থাকাকালীন সিআইটিইউ হুগলি জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশে নিরুপম সেন বলেছিলেন, \”পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ, পশ্চিমবাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত হতে দেবে না। রাজ্যকে সর্বনাশের কিনারায় নিয়ে যেতে দেবে না, পশ্চিমবাংলাকে মাথা উঁচু করে দাঁড় করাবে একদিন। সারাদেশের মধ্যে এই রাজ্য বামফ্রন্ট সরকারের নেতৃত্বে কৃষি, শিল্পে, শিক্ষায় সাফল্য লাভ করেছে, আজ যারা একে পিছিয়ে দিচ্ছে ক্রমাগত, তাঁদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আমাদের প্রধান কর্তব্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *