BRAKING NEWS

নাগরিকত্ব (সং) বিল-বিরোধী হাওয়ার তির বুমেরাং হয়ে গেছে, অগপ-র ভরাডুবির পর বললেন মন্ত্রী ভবেশ

গুয়াহাটি, ১৬ ডিসেম্বর, (হি.স.) : ‘নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে হাওয়া তুলে লাভের ফসল তুলতে গিয়েছিলেন অগপ নেতারা। তির বুমেরাং হয়ে গেছে তাঁদের। তাঁরা অখিলদের জালে ফেঁসে নিজেদের পায়ে নিজেরাই কুড়োল মেরেছেন। তাঁদের মুখোশ খুলে গেছে।’ পঞ্চায়েত নির্বাচনে অগপ-র ভরাডুবির পর এভাবেই রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ)-কে ঠুকেছেন মন্ত্রী ভবেশ কলিতা।
একান্ত সাক্ষাৎকারে রাজস্ব (স্বতন্ত্র) দফতরের মন্ত্রী ভবেশ কলিতা বলেন, ‘অসমে প্ৰফুল্ল মহন্ত, অতুল বরা, কেশব মহন্তরা এখন অচল টাকার পর্যায়ে চলে গেছেন।’ তাই রাজ্যের আঞ্চলিক দল অসম গণ পরিষদ (অগপ)-কে পুনরুজ্জীবিত করতে কয়েকটি টিপস্ও দিয়েছেন তিনি। বলেন, ‘আমবাড়িতে অগপ-র সদর কাৰ্যালয় এখন অচল মানুষে ভরতি৷ ১৯৮৫ থেকে এখনও সেই সব নেতারা আঁকড়ে ধরে আছেন নিজেদের গদি। যুবপ্ৰজন্মের কোনও স্থান নেই আঞ্চলিক দল অগপয়। যার জন্য অস্তিত্ব সংকটে পড়েছে অসম গণ পরিষদ।’
ভবেশ বলেন, ‘অগপ-র নেতৃত্বকে আত্মসমালোচনা করার সময় এসেছে। কেননা, প্ৰফুল্লকুমার মহন্ত, কেশব মহন্ত, অতুল বরার মতো নেতারা আজ নিৰ্বাচন খেলার জন্য অযোগ্য।’ এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রী ভবেশ কলিতার পরামর্শ, ‘এই সব অচল ব্যক্তিদের রাজনীতি থেকে সন্ন্যাস নিয়ে নতুন এবং শিক্ষিত যুবপ্ৰজন্মের হাতে দলের রাশ ধরার দায়িত্ব দেওয়া উচিত।’
আঞ্চলিক দল অগপ নেতৃত্বকে কটাক্ষ করে তিনি আরও বলেন ‘অগপ দল কারও পৈত্ৰিক সম্পত্তি নয়। ৮৫৫ জন শহিদের ত্যাগ, অসমিয়াদের রক্তে জন্মগৃহীত একটি আঞ্চলিক দল। যাতে অসমিয়াদের আবেগ, অনুভূতি জড়িত।’
সদ্যঘোষিত পঞ্চায়েত নিৰ্বাচনে শোচনীয় ফলাফলের পর এই মন্তব্য করে আঞ্চলিক দল অগপ-কে এভাবেই নীতিপাঠ দিয়েছেন রাজস্বমন্ত্রী ভবেশ কলিতা।
হিন্দুস্থান সমাচার / অমল / এসকেডি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *