নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.) : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে এবার কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে চূড়ান্ত দিলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী। কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকার রাম মন্দির নির্মাণের পথে যদি কোনও প্রকার বাধা দেয় তবে সরকার ফেলে দেওয়া হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন তিনি।
শুক্রবার জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, জানুয়ারি মাসে আদালতে যদি বিষয়টি উঠে। তবে নিশ্চিত ভাবে দুই সপ্তাহের মধ্যে আমরা জিতব। এই বিষয়ে আমার প্রধান প্রতিপক্ষ হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। কিন্তু তাদের কি সাহস রয়েছে এই বিষয়ে আমার বিরুদ্ধাচরণ করার। তা যদি তারা করে তবে আমি সরকার ফেলে দেব। যেসব মুসলমানদের সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে সাক্ষাৎ করেছি তারা অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিরোধী নয়। মামলায় সুন্নি ওয়াকফ বোর্ডের আদালতকে জানিয়েছে মোঘল সম্রাট বাবর যে ভূমি দখল করেছিল তা আদতে আমাদের। তারা পুনরায় মসজিদ নির্মাণের কোনও দাবি করেনি। আদালত ও সংবিধানের প্রতি আমার আস্থা রয়েছে। আমি বিশ্বাস করি রাম ওখানে জন্মেছিল। তাই ওখানে রাম মন্দির হওয়া উচিত। আমি আশা প্রকাশ করব সুপ্রিম কোর্ট আমার পিটিশন গৃহীত করবে। ভারতের প্রত্নত্বাত্তিক বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে ওখানে রাম মন্দির ছিল। এলাহাবাদ হাইকোর্টও বলেছিল ওখানে মন্দির ছিল।