অ্যাডিলেড, ৮ ডিসেম্বর (হি.স.) : স্বল্প রানের পুঁজি নিয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে লিড নিল বিরাটের ভারত। বোলারদের দুরন্ত পারফর্ম্যান্সে ভর করে প্রথম ইনিংসে ১৫ রানের গুরুত্বপূর্ণ লিড নিল টিম ইন্ডিয়া। সাত উইকেটে ১৯১ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের প্রথম সেশনে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করে বাকি তিন উইকেট খুঁইয়ে বসে টিম পেইনের দল।
তৃতীয়দিন অজি শিবিরকে প্রথম ধাক্কাটা দেন জসপ্রীত বুমরাহ। দলীয় ২০৪ রানের মাথায় তাঁর ডেলিভারিতে উইকেটের পিছনে পন্তকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিচেল স্টার্ক। ১৫ রানে স্টার্ক ফিরে যাওয়ার পর অ্যাডিলেডে বৃষ্টি সাময়িক বিঘ্ন ঘটায় তৃতীয় দিনের খেলায়। ন্যাথান লিয়ঁকে সঙ্গী করে এরপর অজি ইনিংসকে ভারতের প্রথম ইনিংসের রানের খুব কাছে নিয়ে যান ট্রেভিস হেড। ব্যক্তিগত ৭২ রানের মাথায় বঙ্গ পেসার মহম্মদ শামির বলে আউট হন অজিদের প্রথম ইনিংসের নায়ক। উইকেটের পিছনে হেডকে দস্তানাবন্দী করেন সেই ঋষভ পন্ত। নয় নম্বরে ব্যাট করতে নেমে মূল্যবান ২৪ রান আসে অফ স্পিনার ন্যাথান লিয়ঁর ব্যাট থেকে। হেডকে ফেরানোর ঠিক পরের ডেলিভারিতেই হ্যাজেলউডকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মহম্মদ শামি। অর্থাৎ ২৩৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নামার আগেই তৃতীয়দিন মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। সুতরাং ১৫ রানে এগিয়ে থেকেই মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামো টিম ইন্ডিয়া।