অ্যাডিলেড, ৮ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় বোলারদের দাপটে প্রথম টেস্টের তৃতীয় দিনে ২৩৫ রানেই শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের থেকে ১৫ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে চেতেশ্বর পূজারার সৌজন্যে ২৫০ রান তুলতে সক্ষম হয়েছিল ভারত। পাল্টা ব্যাট করতে নেমে ২৩৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে বেশ বেগ পেতে হয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। রবিচন্দ্রন আশ্বিন ও বুমরাহ তিনটি করে উইকেট নেন। পাশাপাশি ইশান্ত শর্মা ও মহম্মদ শামির ঝুলিতে গিয়েছে দুই করে উইকেট। অস্ট্রেলিয়ার শেষ তিনটি উইকেট মাত্র ৪৪ রানে পড়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে ট্রাবিস হেড সব থেকে বেশি রান করেন। তার ব্যক্তিগত সংগ্রহ ৭২ রান। খেলার শুরুর সময় বৃষ্টি শুরু হয়। যার জেরে ৪৫ দেরিতে খেলা শুরু হয়। অস্ট্রেলিয়ার শেষ উইকেট পড়ে যেতেই বৃষ্টির জন্য খেলা আবার বন্ধ হয়ে যায়।