নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): চলতি ডিসেম্বর মাসেই মায়ানমার সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সরকারি সূত্রের খবর, ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরের মায়ানমার সফরে প্রতিপক্ষ ইউ উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর আং সান সুকি-র সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
বিদেশ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির মায়ানমার সফরে বেশ কিছু চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, \”চারদিনের এই সফরের মাধ্যমে মায়ানমারের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার জন্য ভারতের অঙ্গীকার পুনর্বিবেচনা করবেন রাষ্ট্রপতি। মায়ানমার হল একমাত্র এশিয়ান সদস্য রাষ্ট্র যা ভূমি ও সমুদ্র উভয় দিক থেকেই ভারতের প্রতিবেশী।\” উল্লেখ্য, বিগত তিন বছরে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে শীর্ষ নেতাদের সংশ্লিষ্ট দেশগুলিতে পরিদর্শন, মায়ানমারের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করেছে। উভয় দেশের সেনা ও নৌবাহিনী দ্বিপক্ষীয় সামরিক কুচকাওয়াজেও অংশগ্রহণ করে। গত বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমার সফরে গিয়েছিলেন এবং চলতি বছরের জানুয়ারি মাসে ভারত-এশিয়ান স্মারক সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন আং সান সুকি।