BRAKING NEWS

বন্ধন ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি রিজার্ভ ব্যাংকের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : ব্যাঙ্কিং লাইসেন্সের শর্ত ঠিকমত না মানায় আপাতত এই ব্যাংকের নতুন শাখা খোলায় নিষেধাজ্ঞা জারি করল রিজার্ভ ব্যাংক৷ পাশাপাশি এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক চন্দ্রশেখর ঘোষের বেতন বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক৷
২০১৫ সালের এপ্রিলে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে পরিপূর্ণ ব্যাংক ব্যবসা করার জন্য লাইসেন্স পায় এই মাইক্রোফিনান্স সংস্থা বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস। সেক্ষেত্রে লাইসেন্সের প্রধান শর্ত ছিল৷ প্রথমত ব্যাংক ব্যবসা শুরু করার তিন বছরের মধ্যে বাজারে শেয়ার বিক্রি করে শেয়ার বাজারে নাম নথিভূক্ত করতে হবে এবং দ্বিতায়ত নন-অপারেটিভ ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানির বা কোনও ব্যবসা নেই এমন কোনও আর্থিক সংস্থা ব্যাংকের প্রোমোটার সংস্থা হলে ব্যাংকটিতে সেই সংস্থার অংশিদারিত্ব ৪০ শতাংশের নীচে নামিয়ে আনতে হবে।
শর্ত পূরণ করতে না পারায় অনুমতি ছাড়া কলকাতার ভিত্তিক এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তথা মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের বেতন বৃদ্ধির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাংক। শুক্রবার মুম্বই স্টক এক্সচেঞ্জকে পাঠানো এক বার্তায় সে কথা জানিয়েছে বন্ধন ব্যাংক।
প্রসঙ্গত, স্বাধীনোত্তর ভারতবর্ষে এটাই প্রথম কোনও বাঙালির তৈরি ব্যাংক। বন্ধন ব্যাংক তৈরি করেন বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস-র প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *