BRAKING NEWS

লখনউতে আয়ুষ্মান ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজনাথ সিং

লখনউ, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের লখনউতে আয়ুষ্মান ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিশ্বের সর্ববৃহদ স্বাস্থ্য প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জন্য আজ ঐতিহাসিক দিন।

রবিবার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আপনজনের চিকিৎসা করার জন্য সুদখোরদের কাছ থেকে আর গরিবদের টাকা ধার করতে হবে না। এই প্রথমবার কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য খাতে এত বিশাল পরিমাণ টাকা খরচ করছে। সরকার চায় সাধারণ মানুষ যাতে নিজেদের সাধ্যের মধ্যে চিকিৎসা করাতে পারে তা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বারাক ওবামা ঠিক একই ধরণের প্রকল্প আমেরিকার জন্য গ্রহণ করেছিলেন। তেমনই এই প্রকল্পকে ভারতে মোদী কেয়ার বলা হয়। কিন্তু আমি মনে করি এই প্রকল্পকে মোদী সুরক্ষা বলা উচিত। এই প্রকল্প নতুন ভারতের স্বপ্নপূরণ করবে। গরিবদের জন্য ‘সঙ্কট মোচন’-এর জন্য কাজ করবে এই প্রকল্প।

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য উত্তরপ্রদেশ সরকার প্রস্তুত। প্রতিটি জেলায় যাতে প্রকল্পটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় তার জন্য রাজ্যের ৭৫টি জেলায় বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ১৩৫০ মেডিক্যাল প্যাকেজ তৈরি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ছয় কোটি মানুষ উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *