পাথারকান্দি (অসম), ২৩ সেপ্টেম্বর, (হি.স.) : আগামীকাল সোমবার ধর্মনগরের (উত্তর ত্রিপুরা) মুখ্য বিচারবিভাগীয় আদালতে হাজির হতে অসমের পোড় খাওয়া কংগ্রেসি নেতা তথা পাথারকান্দির (করিমগঞ্জ জেলা) প্রাক্তন বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত দশ সেপ্টেম্বর ভারত বনধ-এর দিন নাগরিক স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত সৃষ্টি করে দলবল নিয়ে তিনি ট্রেন অবরোধ করেছেন।
জানা গেছে, ধর্মনগর সিজিএম আদালত থেকে গত দুদিন আগে তাঁর কাছে সমন আসে। ওই সমনে আগামীকাল অর্থাৎ ২৪ সেপ্টেম্বর সোমবার তাঁকে সিজেএম আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, পেট্রোপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত দশ সেপ্টেম্বর কংগ্রেস আহূত ১২ ঘণ্টার ভারত বনধ-এর দিন পাথারকান্দির প্রাক্তন বিধায়কের নেতৃত্বে ধর্মনগর (ত্রিপুরা) থেকে শিলচরগামী ৫৫৬৭৮ নম্বরের যাত্রীবাহী ট্রেন সকাল সাড়ে ছয়টায় পাথারকান্দির লেভেল ক্রসিঙে (দক্ষিণ রেলওয়ে গেটে) আটকে দেওয়া হয়েছিল।
আজ রবিবার এখানে দলীয় এক অনুষ্ঠানে এসে প্রবীণ কংগ্রেস নেতা মণিলাল গোয়ালা বলেন, দশ তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে গত দুদিন আগে তাঁকে নোটিশ পাঠিয়েছিল ধর্মনগরের সিজেএম আদালত। মণিলালবাবু বলেন, কেন্দ্রে ও রাজ্যে ক্ষমতায় এসে বিজেপি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করতে উঠে-পড়ে নেমেছে। আমাদের বাকস্বাধীনতা কেড়ে নিতেও তারা দ্বিধাবোধ করছে না। তাই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে দলীয় কর্মীদের প্রতিবাদী আওয়াজ তোলার ডাক দিয়েছেন তিনি।