মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে উদ্ধার হল এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাংঘির দেহ| গত ৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন এই ব্যাঙ্ক কর্তা| ৬ সেপ্টেম্বর তাঁর রক্ত মাখা গাড়ি উদ্ধার হয়, বিগত পাঁচদিন নিখোঁজ থাকার পর অবশেষে এইচডিএফসি ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ সাংঘির দেহ খুঁজে পেল পুলিশ| এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতের নাম হল, সরফরাজ শেখ| ধৃতকে জেরা করে চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
মালাবার হিলসে বাড়ি ব্যাঙ্ক কর্তা সিদ্ধার্থ সাংঘির| চলতি মাসের ৫ তারিখ কমলা মিলস এলাকায় অবস্থিত অফিস থেকে নিখোঁজ হয়ে যান তিনি| পরের দিন, অর্থাত্ ৬ সেপ্টেম্বর কোপার খাইরানে এলাকায় তাঁর রক্ত মাখা গাড়ি উদ্ধার করা হয়| এরপরই সাংঘিকে যে খুন করা হয়েছে, পুলিশের এই অনুমান জোরালো হয়| পুলিশের সন্দেহ, পেশাগত আক্রোশের কারণেই সম্ভবত খুন করা হয়েছে সাংঘিকে| ৫ সেপ্টেম্বর আচমকাই নিখোঁজ হয়ে যান সাংঘি, অবশেষে তাঁর দেহ খুঁজে পেল পুলিশ| এই ঘটনায় সরফরাজ শেখ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ|
এইচডিএফসি ব্যাঙ্ক সূত্রের খবর, ২০০৭ সালে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজে যোগ দেন সিদ্ধার্থ সাংঘি| ২০১১ সালে তিনি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের পদে উন্নীত হন| ২০১৫ সালে ডেপুটি ভাইস প্রেসিডেন্ট হন| ২০১৭ সালের জানুয়ারি মাসে সরাসরি ভাইস প্রেসিডেন্ট হন সাংঘি| ১০ বছরের কেরিয়ারে তিনবার প্রোমোশান পান তিনি|