শিকাগো, ৮ সেপ্টেম্বর (হি.স.): ‘সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা…’, ১২৫ বছর আগে শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনের সভাকক্ষে এমনই সম্ভাষণ করেছিলেন স্বামী বিবেকানন্দ| স্বামী বিবেকানন্দের সম্ভাষণের ১২৫ তম পূর্তি উপলক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় আয়োজিত হয়েছে দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলন| ওয়ার্ল্ড হিন্দু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মহাসভা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত| প্রদীপ প্রজ্বলন করে দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে সম্ভাষণ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত| করতালির শব্দে মুখরিত হয়ে ওঠে সভাকক্ষ| দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলন-এ আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবতের বার্তা, ‘একসঙ্গে এগিয়ে আসুন, পার্থক্য সত্ত্বেও একত্রিত সমাজ হিসেবে কাজ করুন| তবেই, উন্নীত হবে হিন্দু সমাজ|’ প্রায় ২,৫০০ শ্রোতাদের সামনে আরএসএস প্রধান মোহন ভাগবত ইংরেজিতে বলেছেন, ‘আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে কোনও কিছুই সম্ভব নয়|….হাজার হাজার বছর ধরে আমরা কেন কষ্ট পাচ্ছি? আমাদের কাছে সবকিছু ছিল এবং আমরা সবকিছুই জানতাম| আসলে আমরা যা জানতাম, তা অনুশীলন করতে ভুলে গিয়েছি| আমরা একসঙ্গে কাজ করতেও ভুলে গিয়েছি|’ দলগত প্রচেষ্টার আহ্বাণ জানিয়ে আরএসএস প্রধান বলেছেন, ‘একত্রিত, সমাজ হিসেবে কাজ করলেই প্রগতি ও উন্নতি হবে হিন্দু সমাজের| কিছু সংগঠন এবং দল-এর প্রচেষ্টাই যথেষ্ট নয়|’
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত ছাড়াও ওয়ার্ল্ড হিন্দু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই মহাসভায় অংশগ্রহণ করবেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও| তাছাড়া আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর এবং বৌদ্ধ সন্ন্যাসী দলাই লামাও দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল| কিন্তু, ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর| আবার শারীরিক অসুস্থতা জনিত কারণে শিকাগো পৌঁছতে পারেননি বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা| তবে, ভিডিও মারফত বার্তা পাঠিয়েছেন শ্রী শ্রী রবিশঙঅকর এবং বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা| ভিডিও বার্তায় দলাই লামা জানিয়েছেন, অসুস্থতার কারণে দ্বিতীয় বিশ্ব হিন্দু সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি তিনি| পাশাপাশি দলাই লামা আশাপ্রকাশ করেছেন, বিশ্ব হিন্দু সম্মেলন সামগ্রিক ভাবে সফল হবে|