নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। যদি সেটা তারা করে দেখায় তবে আমরাও নীরজ চোপড়ার মতো আচারণ করব বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, প্রথমে ওদের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে। যদি তা তারা করে দেখায় তবে আমরাও নীরজ চোপড়া মতো আচরণ করব। পাশাপাশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতির সম্পর্কে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন ২০১৭ সালের তুলনায় ২০১৮তে অবস্থার অনেক বেশি উন্নতি হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ১৮তম এশিয়ান গেমসে জ্যাভলীনে সোনা জেতেন ভারতের নীরজ চোপড়া। পদকগ্রহণ অনুষ্ঠানে পোডিয়ামে ওঠার আগে ব্রোঞ্জ জয়ী পাকিস্তানী খেলোয়াড় আরশদ নদিমের সঙ্গে করমর্দন করেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই প্রসঙ্গ ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান।