নয়াদিল্লি, ২৩ আগস্ট (হি.স.) : প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সঙ্গে সাক্ষাৎ করলেন চিনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েং ফেনগি। ভারত-চিন প্রতিরক্ষা সহযোগিতা আরও বেশি বাড়ানোর জন্য দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করেন। বৈঠকে যোগ দিয়েছিল দুই দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
বিগত ছয় বছরে এই প্রথম চিনের কোনও প্রতিরক্ষামন্ত্রী ভারতে এসেছে। তাঁর সঙ্গে শীর্ষস্থানীয় চিনা প্রতিনিধি মণ্ডলও এসেছে। চারদিনে ভারত সফরে আসা চিনা প্রতিরক্ষামন্ত্রী ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে বলা হয়েছে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ আরও বেশি শক্তিশালী করার বিষয়টির উপর জোর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ডোকলাম নিয়ে ভারত-চিনের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা নিয়ে এখন ইতিহাস হয়ে গিয়েছে। দুই দেশ এখন সামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করতে তৎপর। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বলেছেন, সীমান্ত নিয়ে নিজেদের মতপার্থক্য দূরে সরিয়ে রেখে ভারত ও চিন পরিপক্কতার পরিচয় দিয়েছে।