BRAKING NEWS

পৃথক ভূমিকম্পে লণ্ডভণ্ড ইন্দোনেশিয়া, মৃত্যু ১১ জনের

জাকার্তা, ২০ আগস্ট (হি.স.): রবিবার, ১৯ আগস্ট পরপর তিনবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া| তীব্র ভূকম্পন অনুভূত হয় ফিজি ও টোঙ্গা দ্বীপেও| একই দিনে পরপর তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলি| ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে পড়েছে ১৮,০০০-এর বেশি ঘর বাড়ি| ভূমিকম্পের ঝাঁকুনিতে হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ধ্বংস্তূপের তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তপক্ষে ১১ জনের| ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র তরফে জানানো হয়েছে, লম্বক এবং প্রতিবেশী সুম্বাওয়া আইল্যান্ডে বাড়ি ভেঙে অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের| ৬.৩ তীব্রতার ভূমিকম্পে রবিবারই মৃত্যু হয়েছিল দু’জনের| ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন এজেন্সি-র মুখপাত্র সুতোপো নুগ্রহ জানিয়েছেন, ভূমিকম্পের ঝাঁকুনিতে ভেঙে পড়েছে ১৮,০০০-এরও বেশি ঘরবাড়ি|
রবিবার একই দিনে পরপর তিনবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া| স্থানীয় সময় অনুযায়ী, রবিবার সকালে ৬.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়া| প্রায় ৯ ঘন্টা পরে ফের ৬.৯ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়| কিছুক্ষণ পর আবারও আফটার শক অনুভূত হয়| তীব্র কম্পন অনুভূত হয় বালি দ্বীপেও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *