BRAKING NEWS

জনগণের জীবনকে সহজ করার লক্ষ্যে প্রশাসন কাজ করছে : প্রধানমন্ত্রী

লখনউ, ২৮ জুলাই (হি.স.): জনগণের জীবনকে সহজ এবং সুখী করার লক্ষ্যে তাঁর সরকার কাজ করে চলেছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার লখনউয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন তিনি।

শনিবার ‘ট্রান্সফরমিং আরবান লেন্ডস্কেপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন ভারতীদের জীবন সহজ এবং সরল করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। বিগত তিন বছরে এই সঙ্কল্প আরও শক্তিশালী হয়েছে। যারা গরিব ও গৃহহীন তাদেরকে আমরা পাকা বাড়ি দেবো। ২০২২ সালের মধ্যে প্রতিটি ভারতবাসী যাতে নিজ গৃহ পায় সেটি আমরা নিশ্চিত করব। এই লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য প্রশাসন শহরে ৫৪ লাখ এবং গ্রামাঞ্চলে এক কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী প্রজন্মের জন্য আমরা সার্বিক সিস্টেম গড়ে তুলতে চাই। যেখানে শিক্ষা, কর্মসংস্থান, অর্থনীতি, বিনোদন, জীবনের সহজতার লক্ষ্য মাত্রাকে পূরণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *