নয়াদিল্লি, ২৬ জুলাই (হি.স.) : দিল্লিতে অনাহারে মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের ঘোষণা করল দিল্লির রাজ্য সরকার। ইতিমধ্যে পরিবারটির হাতে ২৫০০০টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপ-মুখ্যমন্ত্রী বলেন, দ্রুত আমরা পরিবারটিকে ২৫০০০টাকার সাহায্য করেছি। সন্তান হারা মাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করতে তৎপর আমরা। তাদের বাবা ফিরে এলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। ব্যাঙ্কে পরিবারটির একটি অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে। যাতে করে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা তারা পেতে পারে।
উপ-মুখ্যমন্ত্রী মণীষ শিশোদিয়া এর দায়ে কার্যত স্বীকার করে নিয়ে বলেন, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতা। আজ সকাল থেকে এই বিষয়ে একাধিক বিভাগের সঙ্গে আমি বৈঠক করেছে। দিল্লিতে সমস্ত শিশুর উপর রিপোর্ট দিতে আমি প্ল্যানিং দফতরকে নির্দেশ দিয়েছে। এই রিপোর্টে শিশুদের বয়স, স্বাস্থ্য, কি রোগে আক্রান্ত, সমস্ত কিছু এই রিপোর্টে থাকবে। আমি আইসিডিএস-এর কাছে জানতে চেয়েছে মৃত শিশুদের কোনও রেকর্ড তাদের কাছে আছে কিনা। আর যদি সত্যি রেকর্ড থাকে তবে কেনও তাদের সাহায্য করা হল না।
অন্যদিকে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে শিশুদের শরীরে কোনও রকমের চর্বি ছিল না। পাকস্থলী পুরোপুরি ফাঁকা ছিল। অপুষ্টির কারণেই মৃত্যু হয়েছে।