ঋষিকেশ, ২১ জুলাই (হি.স.): মৃত্যুমিছিল অব্যাহত, উত্তরাখণ্ডের তেহরি জেলায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৬| গুরুতর আহত অবস্থায় অনন্তপক্ষে ১১ জন এখনও হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| ১৯ জুলাই, বৃহস্পতিবার সকালে চম্বা-উত্তরকাশি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২৫০ মিটার গভীর খাদে পড়ে যায় উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর যাত্রীবোঝাই একটি বাস| ‘অভিশপ্ত’ ওই বাসটিতে চালক ও কন্ডাক্টর সহ অন্ততপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছিল ওই দিনই|
গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ১৩ জনকে ঋষিকেশ-এর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি ছিলেন| চিকিত্সকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে প্রাণ হারালেন তাঁদের মধ্যে দু’জন| মৃতদের নাম হল, আশরাফ আলি (৩৫) এবং মনোজ যাদব (২৮)| উভয়ের বাড়ি বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেত্তিয়াহ এলাকায়| এইমস (ঋষিকেশ)-এর মেডিক্যাল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, শুক্রবার রাতে মৃত্যু হয়েছে আশরাফ আলির, মনোজ প্রাণ হারিয়েছেন শনিবার সকালে|