নয়াদিল্লি, ১৭ জুলাই (হি.স.): মোদী সরকারের উন্নয়ন নীতি সাম্প্রদায়িক নয়, সার্বজনীন। মঙ্গলবার এক সভায় এমনই জানালেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।
এদিন মুক্তার আব্বাস নাকভি বলেন, কোনও রকমের পক্ষপাতিত্ব ছাড়াই আমাদের সরকার উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে চলেছে। তোষণ ছাড়া ক্ষমতায়নের পথে দেশ এগিয়ে চলেছে। বিগত চার বছরে যারা অভাবী তাদের কাছে উন্নয়নকে নিয়ে যাওয়া গিয়েছে। পক্ষপাতিত্ব এবং দালাল রাজের উপর রাশ টানা গিয়েছে। বিজেপি সরকারের আমলে মেয়েদের স্কুল ছুটের পরিমাণ কমে গিয়েছে। সরকার চায় স্কুল ছুটের পরিমাণ একেবারে শূন্যে নামিয়ে আনা। দেশের প্রায় দুই কোটি মেয়েকে কেন্দ্র বৃত্তি দিয়েছে। জনগণ এবং সরকার উন্নয়ন বিরোধীদের রোখার জন্য তৎপর। ৪৮ বছরে যা হয়নি তা বিগত ৪৮ মাসে করে দেখিয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকার। হাসপাতাল, স্কুল, কলেজ, পানীয় জল সহ একাধিক বিষয়ে কেন্দ্রীয় সরকার উল্লেখজনক কাজ করেছে।