রায়পুর, ১৫ জুলাই (হি.স.): মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন দুই বিএসএফ জওয়ান। রবিবার ভোররাত ৩টে ৪৫মিনিট নাগাদ ছত্তিশগড়ের কানখের জেলার প্রতাপাউর থানার অন্তগর্ত বারকোট গ্রাম সংলগ্ন জঙ্গলে এই গুলির লড়াই হয়। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর আহত হয়েছে এক বিএসএফ জওয়ান। শহিদ বিএসএফ জওয়ানদের প্রতি শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং। মাওবাদী হামলার নিন্দার করার পাশাপাশি শহিদ জওয়ানদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
রাজধানী রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে। কানখের জেলার প্রতাপাউর থানার অন্তগর্ত বারকোট গ্রাম সংলগ্ন জঙ্গলে টহল দিচ্ছিল বিএসএফের ১১৪ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা। সেই সময় অতর্কিতে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে অবিরাম ধারায় গুলি বর্ষণ করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বিএসএফ। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন দুই বিএসএফ জওয়ান। পাশাপাশি গুরুতর আহত হন আরও এক বিএসএফ জওয়ান। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় মাওবাদীরা। পরে ওই এলাকায় বিএসএফ আরও জওয়ানদের মোতায়েন করা হয়। শহিদ জওয়ানদের দেহগুলিকে বিএসএফ-র ১১৪ নম্বর ব্যাটিলিয়নের হেডকোয়াটার পাঙ্খাজোর-এ নিয়ে আনা হয়। পাশাপাশি স্থানীয় হাসপাতালে আহত জওয়ানের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। মাওবাদীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। শহিদ জওয়ানদের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন লোকেন্দ্র সিং এবং মুখদিয়ার সিং। বাড়ি যথাক্রমে রাজস্থান ও পঞ্জাবে। অন্যদিকে আহত জওয়ানের নাম সন্দীপ দে। জেলার পুলিশ সুপার কে এস ধ্রুব জানিয়েছেন, রবিবার ভোররাত ৩টে ৪৫মিনিট নাগাদ বিএসএফ জওয়ানরা ফিরছিল। তখনই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় বিএসএফ জওয়ানদের। এতে দুই জওয়ান নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মাওবাদীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
এর আগে ৯ জুলাই ওই একই জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে শহিদ হন দুই বিএসএফ জওয়ান।