মুম্বই, ১২ জুলাই (হি.স.): পুনরায় চাঙ্গা হল ভারতীয় শেয়ার মার্কেট| বৃহস্পতিবার সকালে বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই রেকর্ড উচ্চতায় পৌঁছে যায় সেনসেক্স| ঊর্ধ্বমুখী নিফটিও| পূর্ববর্তী রেকর্ড সূচককে অতিক্রম করে বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক পৌঁছয় ৩৬,৪৯১.৩৩-এ| ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৩৯, সূচক বাড়ে ২৪৮.৪৫ পয়েন্টে| শুধু সেনসেক্স নয়, এদিন উর্ধ্বমুখী নিফটিও| বাজার খুলতেই নিফটির সূচক ছাড়িয়ে যায় ১১,০০০|
সেনসেক্স-এ এদিন সর্বাধিক লাভের মুখে দেখেছে এশিয়ান পেইন্টস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইন্দাসইন্দ ব্যাঙ্ক| পাশাপাশি নিফটিতে লাভ করেছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, বিপিসিএল, ড. রেড্ডিস ও এইচসিএল টেক|