BRAKING NEWS

নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বিস্ফোরণ, পেশোয়ারে এএনপি নেতা সহ মৃত্যু ২০ জনের

পেশোয়ার (পাকিস্তান), ১১ জুলাই (হি.স.): নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী বিস্ফোরণ, রক্তাক্ত হল পাকিস্তানের পেশোয়ার। সন্ত্রাসবাদী হামলায় অকালেই প্রাণ হারালেন আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) স্থানীয় নেতা হারুন বিলুর সহ অন্তত ২০ জনের। এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ৬৫ জন। আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। এই মুহূর্তে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। পেশোয়ারের পিকে-৭৮ আসন থেকে আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) প্রার্থী হয়েছিলেন হারুন বিলু। মঙ্গলবার রাতে পেশোয়ারের ইয়াকাটুট এলাকায় বিলুর যখন কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার প্রস্তুতি নিচ্ছিলেন সেই সময় আত্মঘাতী বিস্ফোরণ হয়।
জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণে মৃত্যু হয়েছে এএনপি নেতা হারুন বিলুর সহ অন্ততপক্ষে ২০ জনের। জখম হয়েছে কমপক্ষে ৬৫ জন। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তান তহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। টুইটে ইমরান খান লেখেন, \”হারুন বিলুর এবং আরও দুই এএনপি কর্মীর মৃত্যুর খবরে দুঃখিত। পেশোয়ারে এএনপি-র মিছিলে জঙ্গি হামলার তীব্র নিন্দা করি।\” এখনও পর্যন্ত সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। উল্লেখ্য, ২০১২ সালে পেশোয়ারেই দলীয় বৈঠকের সময় পাকিস্তানী তালিবান হামলায় মৃত্যু হয়েছিল হারুন বিলুর-এর বাবা বশির আহমেদ বিলুর-এর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *