BRAKING NEWS

আক্ৰাসু আহূত ২৪ ঘণ্টার অসম বনধ-এ হিংসাত্মক ঘটনা, বরপেটা রোডে আক্রান্ত সাংবাদকর্মী

গুয়াহাটি, বরপেটা রোড (অসম), ৯ জুলাই (হি.স.) : বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনাবলির মধ্য দিয়ে চলছে কোচ-রাজবংশী ছাত্ৰ সংস্থা (আক্ৰাসু), কোচ-রাজবংশী মহিলা সমিতি এবং চিলারায় সেনা আহূত ২৪ ঘণ্টার অসম বনধ কর্মসূচি। পৃথক কমতাপুর রাজ্য গঠন এবং কোচ-রাজবংশী জনগোষ্ঠীকে জনজাতির মর্যাদা দেওয়ার দাবিতে ২৪ ঘণ্টার অসম বনধ-এ বেশ কয়েকটি জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
প্রস্তাবিত ২৪ ঘণ্টার বনধ আজ ভোর থেকে শুরু হয়েছে কোচ রাজবংশী অধ্যুষিত রাজ্যের বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে বরপেটা রোডে সকালের দিকে আচমকা বনধ সমৰ্থকরা হিংস্র হয়ে উঠে। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি নানা ধরনের যানবাহনে ইটপাটকেল ছোঁড়ার মতো ঘটনাও সংগঠিত করেছে বনধ সমর্থকরা। কয়েকটি গাড়ির চালককেও মারধর করা হয়েছে৷
খবর সংগ্রহ করতে গিয়ে মার খেতে হয়েছে গুয়াহাটির এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্যামেরাম্যান রাজু শীলকে। তাঁর ক্যামেরা এবং মোবাইল হ্যান্ডসেট ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে।
এ ধরনের বেলেল্লাপনার অভিযোগে ইতিমধ্যে বেশ কয়েকজন বনধ সমৰ্থককে আটক করেছে পুলিশ৷ এদিকে সংবাদকৰ্মীর ওপর হামলার তীব্র নিন্দা করেছে বরপেটা রোড প্ৰেসক্লাব, আসাম জার্নালিস্ট ইউনিয়ন৷ সাংবাদিকদের সংগঠনগুলি হামলাবাজ হিংস্র আন্দোলনকারীদের গ্রেফতারের দাবি তুলেছে।
বনধ-এর প্রভাব পড়েছে বিটিএডি-র সর্বত্র। ধুবড়ির তামারহাট, পাগলাট, কুমারগঞ্জ, গোসাঁইগাঁও এবং মহকুমার শ্ৰীরামপুর, গোয়ালপাড়া দুধনৈ, রংজুলি গোরেশ্বর, চিরাঙের চাপাগুড়িতে। ৩৭ এবং ৬২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছে আন্দোলনকারীরা। এদিকে মধ্য অসমের জাগিরোড, মরিগাঁওয়ে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে বনধ সমৰ্থকরা। সরকারি-বিরোধী স্লোগান দিয়ে উত্তাল করে তোলা হয়েছে রাজপথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *